পাপনের ভুয়া ফেসবুক আইডি বন্ধে আইনি ব্যবস্থা
ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:৫২ ৪ মার্চ ২০২১

নাজমুল হাসান পাপন -ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে একের পর এক খোলা হচ্ছে ভুয়া ফেসবুক আইডি। এসব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে এসব আইডি বন্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বোর্ড।
এরই মধ্যে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এর মধ্যে ব্যবস্থাও নেয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেয়া হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলেও জানান নিজাম উদ্দিন চৌধুরী। অথচ আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেয়া, নাসির হোসেনের বিয়েসহ সাম্প্রতিক কিছু ঘটনায় তার নামে খোলা ভুয়া আইডি থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর