বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে আইসিসি
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২৯ ২৬ ফেব্রুয়ারি ২০২১

ছবি: আইসিসি
বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে আরো একধাপ এগিয়ে গেলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী তিন বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখার সুযোগ করে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ম্যাচগুলো সম্প্রচারের জন্য আইএমজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইসিসি। এর মাধ্যমে ক্রিকেট ভক্তরা ছেলেদের ২০২২ টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপ এবং মেয়েদের ২০২৩ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে।
সব মিলিয়ে এই প্যাকেজে থাকছে ৫৪১টি ম্যাচ! এবারই প্রথম এমন হতে যাচ্ছে যে, আইসিসির ৮০টি সহযোগী দেশের ম্যাচগুলো বিশ্বব্যাপী লাইভ স্ট্রিম হবে। আইএমজির সঙ্গে চুক্তির স্থায়ীত্ব ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত।
এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনিও তাদের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘আইএমজির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আগের তুলনায় ভক্তদের কাছে আরো বেশি ক্রিকেট পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’
এই কাভারেজের আওতায় হাঙ্গেরি, রোমানিয়া ও সার্বিয়ার মতো দেশগুলোও থাকবে। দেশগুলো এবারই প্রথম ছেলেদের টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিচ্ছে।
এছাড়া মেয়েদের ২০২৩ টি-২০ বিশ্বকাপ বাছাইয়েও প্রথমবার ৮টি নতুন দলের অভিষেক হচ্ছে। এরা হলো- ভুটান, ক্যামেরুন, ফ্রান্স, মালাউই, বোটসওয়ানা, মিয়ানমার, ফিলিপাইন ও তুরস্ক।
ডেইলি বাংলাদেশ/এএল