ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন করোনায় আক্রান্ত
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৩৯ ১ ডিসেম্বর ২০২০

লুইস হ্যামিল্টন
ফর্মুলা ওয়ান রেসিংয়ে বেশ পরিচিত মুখ লুইস হ্যামিল্টন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই প্রতিযোগিতায় ৭ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সম্প্রতি এই তারকা রেসার করোনায় আক্রান্ত হয়েছেন।
হ্যামিল্টনের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে নিশ্চিত করেছে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ।
এরই মধ্যে আইসোলেশনে চলে গেছেন লুইস হযামিল্টন। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বাহরাইন গ্রাঁ প্রি-তে অংশ নিতেন তিনি। তবে এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল সেখানেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে।
তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে করোনা আক্রান্ত হলেন লুইস। তার আগে সার্জিও পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাহরাইন গ্রাঁ প্রি-তে মার্সিডিজের হয়ে লুইসের পরিবর্তে কে নামবেন তা এখনো ঘোষণা করেনি ওই সংস্থা।
এর আগে ৩ বার পরীক্ষা করা হলে প্রতিবারই লুইসের রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু ৪ ডিসেম্বর প্রথম অনুশীলনের আগে করানো চতুর্থ পরীক্ষায় এই তারকার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে প্রতিযোগিতায় আর নামতে পারবেন না তিনি।
ডেইলি বাংলাদেশ/এএল