১৪ বলেই শেষ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:২৮ ৩০ নভেম্বর ২০২০ আপডেট: ১৮:৫২ ৩০ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয়ে সিরিজ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। আজ বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ শেষ হয়েছে মাত্র ২.২ ওভার অর্থাৎ ১৪ বলে।
অবশ্য শেষ না হয়ে পরিত্যক্ত হয়েছে বলাই শ্রেয়। নিউজিল্যান্ডের মাউন্টগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে মিচেল স্যান্টনারের অভিষেক হয়েছিল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাত্র ১৪ (২.২ ওভার) বল হওয়ার পর ম্যাচে বৃষ্টি হানা দেয়। এই সময়ের মাঝে ১ উইকেট হারিয়ে ২৫ রান করে ক্যারিবীয়রা।
পরে বৃষ্টি না থামলে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।
সিরিজের প্রথম টি-২০তে ৫ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৭২ রানে জয় পায় নিউজিল্যান্ড। আগামী ৩ ডিসেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
ডেইলি বাংলাদেশ/এএল