ম্যারাডোনার চিরবিদায়ে সাকিব আল হাসানের হৃদয়ছোঁয়া স্ট্যাটাস
স্পোর্টস প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:২৩ ২৬ নভেম্বর ২০২০ আপডেট: ১২:৩১ ২৬ নভেম্বর ২০২০

সাকিব আল হাসান- ফাইল ছবি
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু গোটা বিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এ কিংবদন্তির মৃত্যুতে ক্রিকেট বিশ্বের খেলোয়াড়দের হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিয়েছেন।
সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘পৃথিবীতে কিছু খেলোয়াড় রয়েছে যারা প্রত্যেক প্রজন্মের একজন আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং অনেক সময় প্রজন্মকেও ছাড়িয়ে খেলার আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ডিয়েগো অ্যারমান্ডো ম্যারাডোনা এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি নিজের ব্যক্তিত্বকে ফুটবলের সঙ্গে জড়িয়েছিলেন। তিনি মাঠে যেমন বিখ্যাত ছিলেন তেমনি মাঠের বাইরে ছিলেন না। তিনি তার মতোই সবকিছু করেছেন-সেটি হোক সঠিক বা ভুল।
আমরা তার অবিশ্বাস্য প্রতিভা, ফুটবলের বুদ্ধিদীপ্ততা এবং খেলার প্রতি ভালোবাসাকে অস্বীকার করতে পারি না। তার মতো কিংবদন্তির কারণেই ফুটবল এভাবেই প্রতিনিয়ত আমাদের আনন্দিত করবে।
বিদায়, দিয়েগো!’
ডেইলি বাংলাদেশ/এমকেএ/এএল