আচমকা ষাঁড়ের গুঁতোয় উড়লেন পুলিশ, ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:০৪ ৩ এপ্রিল ২০২২

ছবি: সংগৃহীত
ভারতের দিল্লির সড়কের মাঝে ঠিক সন্ধ্যায় দাঁড়িয়েছিলেন এক পুলিশ সদস্য। পেছন থেকে ধীরে ধীরে এলো একটি ষাঁড়। আচমকা সড়কে দাঁড়ানো পুলিশ সদস্যকে গুঁতো মেরে কপোকাত করেছে ষাঁড়টি। ষাঁড়ের গুঁতোর সঙ্গে সঙ্গে উড়ে যান পুলিশ। এরপরই ধপাস করে সড়কে আছড়ে পড়েন তিনি।
সম্প্রতি দিল্লির দয়ালপুর এলাকার ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানকার শেরপুর চকে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল জ্ঞান সিংহ।
ভিডিওতে দেখা যাচ্ছে- তিনি অন্যমনস্কভাবে সড়ক পেরিয়ে এক পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছেন। ঠিক সেই সময়েই সেখানে দাঁড়িয়ে থাকা একটি ষাঁড় হঠাৎ পিছনে থেকে দৌড়ে এসে সজোর ধাক্কা দেয় তাকে। পুলিশের ঐ সদস্য আচমকা ষাঁড়ের আঘাতে উড়ে তারপর মাটিতে আছড়ে পড়েন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ