বছরের প্রথম ‘ব্লাড মুন’, দেখা যাবে যেখান থেকে
বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:১৪ ১৩ মে ২০২২

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফাইল ছবি
আংশিক সূর্যগ্রহণের পর এ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এ সপ্তাহের শেষেই সেই দৃশ্য দেখার সুযোগ মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এক ঘণ্টা ২৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
জানা যায়, এই সময় চাঁদের রং লালাভ হবে। যাকে বিজ্ঞানের পরিভাষায় ‘ব্লাড মুন’ বলা হয়। ‘ব্লাড মুন’দেখা যাবে দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে।
আগামী ১৫ এবং ১৬ মে এক ঝলক দেখা মিলবে ‘ব্লাড মুন’-এর। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ওইসব দেশগুলো।
ডেইলি বাংলাদেশ/কেবি