আদমদীঘিতে বিনামূল্যে বীজ-সার পেলেন ৪২০ কৃষক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৮ ১০ এপ্রিল ২০২২ আপডেট: ১৮:০৯ ১০ এপ্রিল ২০২২

কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানসহ অন্যরা
বগুড়ার আদমদীঘিতে আউশ ধান চাষে প্রণোদনা হিসেবে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান।
উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।
কৃষি অফিসের তথ্যমতে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র ৪২০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/এইচএন