স্ত্রীর ২ মামলায় ছাত্রদল নেতা কারাগারে
শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৩১ ৪ এপ্রিল ২০২২ আপডেট: ১৬:২৬ ৪ এপ্রিল ২০২২

গ্রেফতার ছাত্রদল নেতা ইমরান খান- ছবি: সংগৃহীত
শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনের ২ মামলায় ইমরান খান নামের ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, রোববার সকালে একই এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ইমরান খান ঐ উপজেলার কার্তিকপুর এলাকার শাহজাহান খানের ছেলে। তিনি ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, যৌতুক, নারী নির্যাতন ও মানহানিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন ছাত্রদল নেতা ইমরান খান। এরই পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করায় রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের ২৯ নভেম্বর ইমরানের স্ত্রী আদালতে যৌতুক মামলা করেন। পরদিন নারী নির্যাতনের আরেকটি মামলা করেন। ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে যৌতুক মামলাটি ভেদরগঞ্জ থানায় নথিভুক্ত হয়।
এছাড়া নির্যাতন মামলায় ইমরানের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে ঐ নারীকে হুমকি দিয়ে যাচ্ছিলেন আসামি।
ডেইলি বাংলাদেশ/এআর/জেডআর/এমআরকে