ফিনল্যান্ড-সুইডেনকে রাশিয়ার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:৩৮ ২৬ ফেব্রুয়ারি ২০২২

ছবি: সংগৃহীত
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা করলে ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়েছন।
রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা হুমকি দেন, নর্ডিক দেশ দুটির যেকোনোটি ন্যাটোতে যোগ দিলে এমন গুরুতর সামরিক ও রাজনৈতিক পরিণাম সৃষ্টি হবে যার জেরে তার দেশকে 'বাধ্য হয়েই' পাল্টা ব্যবস্থা নিতে হবে। রুশ সংবাদ সংস্থাগুলোকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আরো পড়ুন: ইউক্রেনে অস্ত্র পাঠাতে সম্মত যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ
মস্কোতে এক সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, উত্তর ইউরোপে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হলো ফিনিশ সরকাররের সামরিক জোটটির সঙ্গে যুক্ত না হওয়ার প্রতিশ্রুতি পালন করা।
ফিনল্যান্ড কিছু কিছু ক্ষেত্রে ন্যাটোকে সহায়তা করে। এছাড়া বৃহস্পতিবার ব্রাসেলসে এই সামরিক জোটের সভায় যোগ দেয় দেশটি। তবে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়নি ফিনল্যান্ড।
গত মাসে ফিনিশ প্রধানমন্ত্রী সানা মেরিন বলেছিলেন, তার মেয়াদকালে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ