নেত্রকোনায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:০২ ১৬ ফেব্রুয়ারি ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান।
বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা লেঙ্গুরার ফুলবাড়িয়া সাত শহীদের মাজার এলাকা দিয়ে লেঙ্গুরা আসছিলেন মোটরসাইকেল আরোহীরা। ফুলবাড়িয়া নামক স্থানে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে থানায় আনার পর সুরতহাল রিপোর্ট শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে