নারায়ণগঞ্জে যুবদল নেতা আটক
নারায়গঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:১৩ ১৩ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের খানপুর থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা।
বিষয়টি নিশ্চিত করে মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, ১০ জন নারী নিয়ে ঘরে ঘরে গিয়ে হাতি মার্কার ভোট চাচ্ছিলেন আব্দুর রহিম। প্রচারণা চলার সময় পুলিশ তাকে আটক করে।
এর আগে, ১০ জানুয়ারি সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল থেকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করে পুলিশ। তিনি মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের প্রধান নির্বাচনী সমন্বয়ক ছিলেন।
এছাড়া ১১ জানুয়ারি ভোর পর্যন্ত ২৫ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি নেতা আব্দুর রহিম, ৭ নম্বর ওয়ার্ড থেকে সাবেক ছাত্রদল নেতা মাসুম ঢালী, ২২ নম্বর ওয়ার্ড থেকে আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর