সস্ত্রীক করোনা আক্রান্ত মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:২৭ ১১ জানুয়ারি ২০২২ আপডেট: ২০:২৮ ১১ জানুয়ারি ২০২২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম (ফাইল ফটো)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা ঢাকার বাসায় অবস্থান করছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা তারেকের
তিনি বলেন, সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগামীকাল রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর তা সম্ভব হচ্ছে না।
ডেইলি বাংলাদেশ/আরএডি