বরগুনায় নারী ছিনতাইকারী আটক
বরগুনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৫২ ১০ জানুয়ারি ২০২২

বরগুনা পৌর শহরের গার্মেন্টস পট্টি থেকে স্বর্ণের চেইন ছিনতাই করার সময় সুমি আক্তার (১৯) নামে এক নারীকে আটক করে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনা পৌর শহরের গার্মেন্টস পট্টি থেকে স্বর্ণের চেইন ছিনতাই করার সময় সুমি আক্তার (১৯) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বরগুনা পৌরশহর গার্মেন্টস পট্টি এলাকায় ঘটনা ঘটে। আটক সুমি আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাগমুরা গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন >>> করোনা প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি
ছিনতাইয়ের শিকার ঐ নারী বলেন, বরগুনা গার্মেন্টস পট্টি বসে আমার গলায় থাকা একটি চেইন এক মেয়ে পেছন থেকে গলায় হাত দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন আমি চিৎকার দিলে লোকজন এসে মেয়েটিকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মেয়েটিকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাইসুল আলম রিপন বলেন, বরগুনা শহরে কোনো ছিনতাইকারী ও মলম পাটিকে কোনো ভাবে প্রশ্রয় দেওয়া হবে না। ছিনতাইকারী ওই নারীর যথার্থ শাস্তির দাবি জানাই।
আরো পড়ুন >>> সত্যিকারের বউ হওয়ার আগেই অনেক অভিজ্ঞতা হয়ে গেল: দীঘি
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম বলেন, এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় সুমি আক্তার নামের একজনকে গার্মেন্টস পট্টি এলাকা থেকে জনগণ আটক করে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে থানায় আনা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে