করোনাভাইরাস: লিওঁর বিপক্ষে নেই মেসি
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:০২ ৯ জানুয়ারি ২০২২ আপডেট: ১৬:০৪ ৯ জানুয়ারি ২০২২

লিওনেল মেসি
করোনাভাইরাস থেকে সেরে উঠলেও এখনো ধকল কাটিয়ে উঠতে পারেননি পিএসজি তারকা লিওনেল মেসি। তাই লিওঁর মাঠে লিগ ওয়ানের আগামী ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পাচ্ছে না পিএসজি।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় লিওঁর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে মেসিকে এই ম্যাচে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত রোববার মেসি সহ পিএসজির চার খেলোয়াড়ের প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেয় পিএসজি। অন্য তিন খেলোয়াড় হলেন ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সের্হিও রিকো ও মিডফিল্ডার নাতোঁ।
পরে বৃহস্পতিবার মেসির কোভিড-১৯ নেগেটিভ আসার কথা নিশ্চিত করে ক্লাবটি। এরই মধ্যে ছুটি কাটিয়ে প্যারিসে ফিরলেও এখনই মাঠে নামা হচ্ছে না সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের।
একই বিবৃতিতে পিএসজি জানিয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান ড্রাক্সলার, জিয়ানলুইজি ডোনারুমা, লেইভিন কুরজাওয়া ও দানিলো পেরেইরা আপাতত আইসোলেশনে আছেন।
লিগ ওয়ানে ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাউরিসিও পচেত্তিনোর দল। ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।
ডেইলি বাংলাদেশ/আরএস/এএল