উখিয়ায় ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:২৮ ৫ জানুয়ারি ২০২২ আপডেট: ১৫:৫১ ৫ জানুয়ারি ২০২২

উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে মাস্টার ইয়াকুব নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে মাস্টার ইয়াকুব নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার ( ৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন >>> ১৩ দিন ধরে স্বামী-সন্তানের অপেক্ষায় খাদিজা
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাস্টার ইয়াকুব উখিয়ার পালংখালী ইউপির ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পের ব্লক-বি-৬, হোল্ডিং নম্বর ৫৫৩ এর আশ্রিত রোহিঙ্গা হামিদুল হক ও মোমেনা খাতুন দম্পতির ছেলে। তার এফসিএন নম্বর- ২৩৩০৪৪। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আরো একটি মামলা দেওয়া হয়েছে বলে জানান এসপি কামরান হোসেন।
ডেইলি বাংলাদেশ/এমকে/এইচএন