জাল ভোট দেওয়ায় প্রার্থীর ভাইয়ের কারাদণ্ড
মাদারীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৩৪ ৫ জানুয়ারি ২০২২

জাল ভোট দেওয়ার দায়ে প্রার্থীর দণ্ডপ্রাপ্ত ভাই
মাদারীপুরের শিবচরে একটি কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় এক ইউপি সদস্য প্রার্থীর ভাইকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান বেপারীকান্দি গ্রামের মান্নান শেখের ছেলে।
জেলা নির্বাচন কর্মকতা মনিরুজ্জামান জানান, ৫ম ধাপের ইউপি নির্বাচনে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আছিম বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ নম্বর ওয়ার্ডে মোরগ মার্কা নিয়ে নির্বাচন করা মনির হোসেনের ভাই মেহেদী হাসান শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডেইলি বাংলাদেশ/জেএইচ