‘জীবনের ভুল নিয়ে’ ফেসবুকে পোস্ট, কিছুক্ষণ পরই আত্মহত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৪৬ ৩ জানুয়ারি ২০২২

মো. নুরুল আফসার
খাগড়াছড়ির গুইমারায় ফেসবুকে পোস্ট দিয়ে মো. নুরুল আফসার নামে ২০ বছর বয়সী এক তরুণ আত্মহত্যা করেছেন। নিজের জীবনের ভুল নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।
সোমবার উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল একই এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি চলতি বছর গুইমারা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
জানা গেছে, মা-বাবার অনুপস্থিতিতে মুসলিমপাড়ায় নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নুরল। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলম পরিবারের বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা রকম মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল। এ কারণেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর