লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে নৌপ্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৩০ ৩ জানুয়ারি ২০২২ আপডেট: ১৬:৩০ ৩ জানুয়ারি ২০২২

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অন্যান্যের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন।
‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ জন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে ‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুন লাগে। প্রতিমন্ত্রী খবর পেয়ে ঐদিন সকালে ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন। যাওয়ার সময় বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি হাসপাতালে দগ্ধদের দেখতে যান। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকেলে তিনি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ লঞ্চটি পরিদর্শন করেন। ঐদিন রাতে ঢাকায় ফিরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান।
ডেইলি বাংলাদেশ/আরএইচ