লক্ষ্মীপুরে ৮৭ জনকে আর্থিক সহায়তা দিলো সমাজসেবা অধিদফতর
লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:০২ ২ জানুয়ারি ২০২২ আপডেট: ১৯:৫৮ ২ জানুয়ারি ২০২২

লক্ষ্মীপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৭ জনের মাঝে সমাজসেবা অধিদফতরের আর্থিক সহায়তা
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৮৭ জনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা সমাজসেবা অধিদফতর।
রোববার নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪৩ লাখ টাকার চেক তুলে দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এছাড়া ২০ জন অসহায়-দুস্থকে ১ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেন তিনি।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোছাইন আহম্মদ হেলাল, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, মাঠকর্মী মনোয়ার হোসেন, সালাহ উদ্দিন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এআর/এইচএন