নারায়ণগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২৩:৪৫ ২৭ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত; ফাইল: ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শামসুল হক (৬৫)। তিনি ওই এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুল হক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি মাহবুব আলম জানান, নোয়াপাড়া এলাকার একটি ইটভাটার পাশে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন শামসুল হক। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/SA