মুসল্লির বেশে মাদক ব্যবসায়ী আটক করলেন ওসি
নেত্রকোনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৫১ ১৩ ডিসেম্বর ২০২১

আটককৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোমেন
পাঞ্জাবি ও টুপি পরে মুসল্লির বেশ ধারণ করে মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলায়। আটককৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোমেন জেলার সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের খাসকান্দি গ্রামের রমজান আলীর ছেলে।
সোমবার দুপুরে নেত্রকোনা মডেল থানা ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, রোববার (রাতে আমার কাছে মাদক কেনাবেচার গোপন সংবাদ আসে। এরই পরিপ্রেক্ষিতে আমি পাঞ্জাবি-টুপি পরে মুসল্লির ছদ্মাবেশ ধারণ করে সঙ্গীয় ফোর্সসহ রাত প্রায় ১২টার দিকে খাসকান্দি গ্রামের আমিনুল ইসলামের ধানক্ষেতে ওত পেতে থাকি। পরে ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোমেনকে আটক করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা কিনতে আসা মাদকসেবীরা দৌড়ে পালিয়ে যায়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ