শরীয়তপুরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা
শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:১৯ ৯ ডিসেম্বর ২০২১ আপডেট: ২০:৫৪ ১০ ডিসেম্বর ২০২১

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল (ফাইল ফটো))
অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী জাহাঙ্গীর হোসেন। বিচারক শামসুল আলম মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা হজরত আলী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা মানহানিকর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে এ ভিডিও ভাইরাল হয়েছে। এ মানহানিকর বক্তব্যের কারণেই জাহাঙ্গীর হোসেন আলালের বিরুদ্ধে মামলা করেছেন।
ডেইলি বাংলাদেশ/আরএডি/এমকেএ