মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:১০ ৯ ডিসেম্বর ২০২১

ফাইল ছবি
মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় লিটন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাব্বি নামে এক মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. লিটন উপজেলার নিহন্দ গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে চাকরি করেন বলে জানা গেছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, মহাসড়কের টেপড়া এলাকায় সড়ক বিভাজন নির্মাণ কাজ চলছে। দুপুরের দিকে পাটুরিয়া ঘাটমুখী একটি মুরগি বহনকারী কাভার্ডভ্যান নিয়ম ভঙ্গ করে উল্টো দিক দিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই লিটন নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত হয় একই মোটরসাইকেলের আরোহী রাব্বি। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে