লক্ষ্মীপুরে ১০ জয়িতা পেলেন সম্মাননা
লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:০৯ ৯ ডিসেম্বর ২০২১

বেগম রোকেয়া দিবসে লক্ষ্মীপুরের ১০ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ
আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে লক্ষ্মীপুরের ১০ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে।
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে সকালে ডিসি সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদফতরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতর উপ পরিচালক সুলতানা জোবেদা খানম।
অনুষ্ঠান শেষে শিক্ষা চাকরি ক্ষেত্রে সফলতা, সফল জননী হিসেবে সফলতা, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে ১০ জনকে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন, মেহের নিগার, সমাজসেবা উপ পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
ডেইলি বাংলাদেশ/এমকে