নীলফামারীতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
নীলফামারী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৩৭ ৭ ডিসেম্বর ২০২১

ফাইল ছবি
নীলফামারীর ডিমলায় ট্রাকচাপায় বিশ্বনাথ রায় নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ রায় উপজেলার ডিমলা ইউনিয়নের উত্তর তিঁতপাড়া ভাটিয়াপাড়া এলাকার মিমানাথ রায়ের ছেলে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নীলফামারী থেকে ডিমলাগামী ট্রাকটি বাবুরহাট এলাকায় পৌঁছালে বিশ্বনাথ রায়ের মোটরসাইকেলকে চাপা দেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম