নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র্যাব
নীলফামারী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:১৬ ৪ ডিসেম্বর ২০২১

ফাইল ছবি
নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাবে। বাড়িটিতে অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। তাদের আশপাশে পুলিশও রয়েছে।
শনিবার ভোর থেকেই নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর এসপি মো. রফিক বলেন, আমরা এখনো বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে রয়েছেন। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর