সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:৫৪ ৩ ডিসেম্বর ২০২১

ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ইলিয়াছ পেট্রলপাম্পের উল্টো দিকে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও দুই যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী লেনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে যানবাহন দুটিই খাদে পড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশা চালক জুয়েল মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন। এখনও তাদের পরিচয় জানা যায়নি।
ডেইলি বাংলাদেশ/জেডএম