লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৩১ জন আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৭:২১ ২৮ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৩১ জন আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জে র্যাব পুলিশের যৌথ অভিযানে মজুদকৃত অবৈধ অস্ত্রসহ ৩১ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ভাদুর ইউপির মধ্য ভাদুর নির্বাচনী ভোট কেন্দ্র সংলগ্ন স্থানীয় যুগী বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা রামগঞ্জ পৌর শহরের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে হেলমেট, চাপাতি-ছুরি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই প্রস্তুতি নিয়েছে এবং আধিপত্য বিস্তার করতে এ অস্ত্র মজুদ রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রশাসন।
এ বিষয়ে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা কেউ গণমাধ্যমকে বিস্তারিত জানায়নি, তবে আরো অভিযান অব্যাহত আছে বলেও জানান তারা।
ডেইলি বাংলাদেশ/এমকে