দুর্ঘটনার ভাইরাল ভিডিও দেখে গাড়িচালক আটক
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:২৪ ২১ নভেম্বর ২০২১ আপডেট: ১৫:২৬ ২১ নভেম্বর ২০২১

ফাইল ফটো
রাজধানীর সড়কে বেপরোয়া প্রাইভেটকার চালিয়ে রিকশাকে ধাক্কার ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ দেখে গাড়িরচালককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে কারটি জব্দ করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এ তথ্য জানায়।
দুদিন ধরে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বেপরোয়া গতিতে কালো রঙের একটি প্রাইভেটকার পেছন থেকে একটি চলন্ত রিকশায় আঘাত করছে। একপর্যায়ে রিকশার আরোহী ও রিকশায় থাকা শিশু ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
ভিডিওটি দেখে ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রাইভেটকার চালককে শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ