বাবা-শিশুকে হাসপাতালে পাঠিয়ে চুয়াডাঙ্গায় পালায় চালক তাসকিন
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৫৮ ২১ নভেম্বর ২০২১ আপডেট: ১২:৫৯ ২১ নভেম্বর ২০২১

ছবি : সংগৃহীত
বেইলি রোডে বেপরোয়াভাবে প্রাইভেটকার চালাচ্ছিল অপ্রাপ্তবয়স্ক চালক তাসকিন। আচমকা একটি রিকশাকে চাপা দেয় সে। এতে রিকশায় থাকা বাবা ও তার শিশু সন্তান গুরুত্ব আহত হন। এ ঘটনায় পুলিশে হাত থেকে রেহাই পেতে চলে যায় চুয়াডাঙ্গা। অবশেষে পুলিশ তাদের সেখান থেকে আটক করেছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বেইলি রোডে প্রাইভেটকার চাপায় রিকশা আরোহী বাবা ও তার শিশু আহত হওয়ার ঘটনায় অপ্রাপ্তবয়স্ক চালক তাসকিন ও তার মা সুমাইয়াকে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে। এতে সহায়তা করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশ। এছাড়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, আটক দুজনকে ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় তাসকিনের বাবা ও বড় ভাইকে হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে চলন্ত একটি রিকশাকে চাপা দেয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিন। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিকশা আরোহী এক বাবা ও ছোট্ট শিশু। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ