গোলাপি পোশাকের সঙ্গে কানে ফুল পরা ভিডিও ভাইরাল হাতির
মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:০০ ৬ নভেম্বর ২০২১

গোলাপি পোশাকের সঙ্গে কানে ফুল পরা ভিডিও ভাইরাল হাতির। ছবি সংগৃহীত
বিভিন্ন প্রাণীর শাবকদের ছবি বা ভিডিও মাঝেমধ্যেই বেশ মজাদার হয়। কখনো কখনো আবার সেগুলো ভাইরালও হয়ে যায় ইন্টারনেটে। এবার তেমনই আরো একটি মিষ্টি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে একটি ছোট হাতিকে দেখা যাচ্ছে।
হাতিটির গায়ে রয়েছে সুন্দর একটি গোলাপি জামা। এক কানে আবার রয়েছে গোলাপি ফুল। শাবকটি কিছু আখের টুকরা নিয়ে সেগুলোকে চিবানর চেষ্টা করছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত প্রচুর ভিউ হয়েছে ভিডিওটি। লাইকও পড়েছে অনেক। বিভিন্ন কমেনটও করেছেন নেটিজেনরা। এর আগে অক্টোবরে দুটি হাতির একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
Gannu teaching how to eat sugarcane perfectly 😘 pic.twitter.com/4ZIukc0lxN
ডেইলি বাংলাদেশ/এসএ