পাসপোর্টের কভার অর্ডার করে যুবক পেলো পাসপোর্ট
মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:০১ ৫ নভেম্বর ২০২১ আপডেট: ১৪:০৬ ৫ নভেম্বর ২০২১

পাসপোর্টের কভার অর্ডার করে যুবক পেলো পাসপোর্ট। ছবি সংগৃহীত
অনলাইন কেনাকাটায় মাঝেমধ্যেই ঝামেলার খবর আসে। কেউ অর্ডার দিয়েছেন আইফোন এসেছে সাবান। কেউ কেউ টিভি বা অন্যান্য কোনো ইলেকট্রনিক্স জিনিস অর্ডার করে পাথর, ইট বা সাবানের বারও পেয়েছেন। এমন ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটতেই থাকে।তবে এবার এক ক্রেতার সঙ্গে যা ঘটল, তাতে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই।
এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার। বদলে যা এল বাড়িতে, তা দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি।প্যাকেটের মধ্যে পেলেন একটি আসল পাসপোর্ট। ক্রেতার নাম মিধুন বাবু। তিনি কেরলের ওয়ানাড়ের বাসিন্দা। একটি ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার। তবে পরের দিন তার বাড়িতে ডেলিভারি এলো একটি আসল পাসপোর্ট।
ঐ পাসপোর্টটি মহম্মদ সালেহ নামের কোনো ব্যক্তির। তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা। ঐ পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি বলে জানিয়েছেন মিধুন বাবু। শুধু এই ঘটনার জন্য তার কাছে সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয়।
এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতেই সেটি ক্যুরিয়ার করে দেন। কারণ পাসপোর্টে কোনো ফোন নম্বর লেখা থাকে না।তাই তার পক্ষে ফোন করা সম্ভব হয়নি।
ডেইলি বাংলাদেশ/এসএ