নীলফামারীতে নাশকতা মামলায় জামায়াতের ২৮ নেতাকর্মী কারাগারে
নীলফামারী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৪৩ ১০ সেপ্টেম্বর ২০২১ আপডেট: ১৬:৫৯ ১০ সেপ্টেম্বর ২০২১

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত
নাশকতার মামলায় নীলফামারীর ডোমারের তিনটি ইউনিয়নের জামায়াতের আমিরসহ ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সোমবার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় জানান, ৩০ জন আসামির মধ্যে জামায়াতকর্মী আশিকুর রহমান ও ইনছান আলীকে শারীরিক অসুস্থতার কারণে আদালত জামিন দেন। এ মামলায় এখনো ২১ জন আসামি পলাতক রয়েছেন।
সূত্র জানায়, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ডোমার উপজেলা সদর ইউনিয়ন, জোড়াবাড়ি ইউনিয়ন এবং পাঙ্গা মটকপুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নেতাকর্মীরা আন্দোলনে নেমে নাশকতা সৃষ্টি করেন। ওই রাতেই ডোমার থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেন। একই বছরের ৮ ডিসেম্বর আদালতে ৭৯ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই মামলায় ৩০ জন আসামি গ্রেফতার হয়ে ছয় মাস কারাগারে থাকার পর জামিন পান।
ডেইলি বাংলাদেশ/এআর/এইচএন