২০০ গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩০ ১২ জুলাই ২০২১

আটককৃত মাদক ব্যবসায়ী ডেভিড
সিরাজগঞ্জে ২০০ গাঁজার গাছসহ আতিকুজ্জামান ডেভিড সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে ওয়াল্টন ফ্রিজের গোডাউনের পেছন থেকে তাকে আটক করা হয়।
সোমবার উদ্ধারকৃত আলামতসহ ডেভিডকে উল্লাপাড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ডেভিড সরকার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রামের মনিরুজ্জামান বালার ছেলে।
র্যাব-১২ ক্যাম্পের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক ব্যবসায়ী আতিকুজ্জামান ডেভিড সরকার আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। র্যাব সদস্যরা রোববার রাতে তার সলপ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০০ গাঁজা গাছসহ তাকে আটক করে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ