স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভিন্ন রূপে বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৩৪ ২৫ মার্চ ২০২১

গেট সমূহ, নৌকার প্রতিকৃতি, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও জয় বাংলা চত্বর সংলগ্ন এলাকাজুড়ে নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়েছে
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভিন্ন রূপ পেয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষ্যে এরইমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেট সমূহ, নৌকার প্রতিকৃতি, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও জয় বাংলা চত্বর সংলগ্ন এলাকাজুড়ে নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়েছে।
বিশেষ আলোকসজ্জার মাধ্যমে বাংলাদেশের পতাকার সাজে লাল সবুজের চিত্রায়ণ ছিল নজরকাড়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা স্থির চিত্র প্রদশর্ন করা হয়েছে। এ ছাড়াও ২৬ মার্চ সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে, শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রাইভেট এসোসিয়েশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন।
এ বিষয়ে রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন, প্রতি বছর মহান স্বাধীনতার অদম্য শক্তিতে উজ্জীবিত করতে প্রতি বছরই আমরা সুষ্ঠুভাবে স্বাধীনতা দিবস পালন করে থাকি। এ বছরও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
ডেইলি বাংলাদেশ/জেডএম