বাজিতপুরে জামানত হারালেন বিএনপির মেয়র প্রার্থী
কিশোরগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:১৯ ১৭ মার্চ ২০২১ আপডেট: ১৮:৫২ ১৭ মার্চ ২০২১

বাজিতপুর পৌরসভা ভবন- ফাইল ফটো
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে জামানত হারালেন বিএনপির মেয়র প্রার্থী এহসান কুফিয়া। তিনি ভোট পেয়েছেন মাত্র ৬৯৭টি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে ২৪ হাজার ৮১২ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৬১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বৈধ ভোট ১৫ হাজার ৫৯৯টি এবং বাতিল ভোটের সংখ্যা ১৩টি। মোট ভোটের ৬২.৯২১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
চতুর্থ ধাপে এই পৌরসভা নির্বাচনের ভোট হয় গত ১৪ ফেব্রুয়ারি। ভোট হয় ইভিএমে। নির্বাচনে ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলরসহ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৪২ জন।
এদিন জেলার করিমগঞ্জ ও হোসেনপুর পৌরসভায়ও নির্বাচন হয়। ভোট গণনা শেষে রাতে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/এইচএন