হবিগঞ্জে জামানত হারাচ্ছেন বিএনপি প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:২০ ১ মার্চ ২০২১ আপডেট: ১৫:২৬ ১ মার্চ ২০২১

হবিগঞ্জ পৌরভবন
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে জামানত হারাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক সেলিম। নির্বাচনে ভোট পড়েছে ২৯ হাজার ৬টি। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ২৪২টি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম ১৩ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট।
রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীদের এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায় অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী সামছুল হুদা পেয়েছেন ৮৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওছার মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আইনজীবী গাজী পারভেজ হাসান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৮ ভোট।
ডেইলি বাংলাদেশ/জেএস/জেএইচ/এইচএন