ঘুমিয়ে আছে বাবা-মা, কোল থেকে নবজাতক চুরি
বাগেরহাট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:২৯ ১৬ নভেম্বর ২০২০

নবজাতক সোহানা আক্তার
বাবা-মায়ের মাঝেই ঘুমিয়ে ছিল ১৭ দিনের এক নবজাতক। রোববার রাতে মা জেগে দেখেন মাঝে সন্তানটি নেই। আশপাশ খুঁজেও তাকে পাওয়া যায়নি।
বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউপির গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। নবজাতক সোহানা আক্তার গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।
সুজন খান ও শান্তা আক্তার জানান, রোববার রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা আমাদের দুই জনের মাঝখানে শোয়া ছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, চুরি হওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর চারটা থেকেই আমরা অভিযান শুরু করেছি। আমরা ঘটনাস্থলে আছি। নবজাতককে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
ওসি আরো বলেন, খোয়া যাওয়া নবজাতক সোহানার বাবা সুজন খানের আগেও বিয়ে ছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে। এই সন্তান চুরি হওয়া পারিবারিক কোনো ষড়যন্ত্র কিনা আমরা তাও খতিয়ে দেখছি।
ডেইলি বাংলাদেশ/জেএস