ব্যাগ নিয়ে কুকুরের টানাটানি, বেরিয়ে এলো নবজাতকের লাশ
ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:২৭ ১১ নভেম্বর ২০২০

নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ
ময়লার স্তূপে পড়ে থাকা একটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল কয়েকটি কুকুর। এ সময় হঠাৎ ব্যাগের ভেতর থেকে একটি ফুটফুটে নবজাতকের লাশ বেরিয়ে আসে। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার ক্লিনিক পাড়ার পেছনে কপিক্ষেত এলাকার ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, দুপুরে কয়েকটি কুকুরকে একটি ব্যাগ নিয়ে টানাটানি করতে দেখেন পথচারীরা। একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে একটি নবজাতকের লাশ বেরিয়ে এলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জন্মের পরই নবজাতকটির লাশ ব্যাগে ভরে ময়লার স্তূপে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর