সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ পুলিশের
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:২৪ ১৭ অক্টোবর ২০২০ আপডেট: ২০:১২ ১৭ অক্টোবর ২০২০

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ পুলিশের - ডেইলি বাংলাদেশ
সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় পুলিশের ৬ হাজার ৯১২টি বিটে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, সমাবেশটি সরাসরি সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং কেন্দ্রের ছয় হাজার ৯১২টি ফেসবুক পেজে।
তিনি জানান, সারাদেশে লাখ লাখ নারী ও পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন এবং কোটি কোটি দর্শক এই সমাবেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। নিঃসন্দেহে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এরইমধ্যে প্রতিটি বিটের নিজস্ব একটি ফেইসবুক পেজ খোলা হয়েছে। নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে পুলিশসহ স্থানীয় ব্যক্তিরা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী ও শিশু অধিকার কর্মী, স্থানীয় নারী ও স্কুল-কলেজের ছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় তারা ধর্ষণসহ যেকোনো প্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহ্বান জানান।
ডেইলি বাংলাদেশ/ইএ/আরএইচ/টিআরএইচ