রায়হান হত্যা: সিলেটের বন্দরবাজার ফাঁড়ির নিরাপত্তায় সিআরটি
সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০২:৪০ ১৭ অক্টোবর ২০২০

ছবি: সংগৃহীত
সিলেট বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমেদ নিহতের ঘটনায় ফাঁড়ি ঘেরাও ও বিক্ষোভের পর বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি) এর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
ফাঁড়ির নিরাপত্তা রক্ষায় সিআরটি দায়িত্ব পালন করে বলে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন। সাময়িক সময়ের জন্য সিআরটি সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এদিকে শুক্রবার রায়হান হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। জুম্মার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদ থেকে মুসল্লিরা রায়হান হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মিছিল করেন। নগরীর অন্যান্য স্থান থেকেও মিছিল সহকারে প্রতিবাদকারীরা বন্দরমুখি হন। ওই সময় অনাকঙ্খিত পরিস্থিতি এড়াতে ফাঁড়ির সামনে সিআরটি’র একদল সদস্যকে সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিকেলে বিভিন্ন দল রায়হান হত্যার প্রতিবাদে মিছিল করে। উলামা পরিষদ সিলেটের প্রতিবাদ কর্মসূচিতে একাত্মত পোষণ করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
ডেইলি বাংলাদেশ/এমকে