চট্টগ্রামে পুলিশের জালে ‘কিশোর গ্যাং লিডার’ ডেক্সি শরীফ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৫৯ ১৫ অক্টোবর ২০২০

গ্রেফতার শরীফ
চট্টগ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডার মো. শরীফ ওরফে ডেক্সি শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশী থানার লালখানবাজার মতিঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ লালখানবাজার বাঘঘোনা এলাকার মো. রহিমের ছেলে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর