পাবজি খেলার মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৩৮ ১৫ অক্টোবর ২০২০

নিহত কলেজছাত্র সজল
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাবজি গেম খেলার মোবাইল কিনে না দেয়ায় এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউপির নানাখী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজল আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়ার রাজা মিয়ার ছেলে ও নানাখী মধ্যপাড়া গ্রামের শাফি উদ্দিন মেম্বারের নাতি। সে সোনারগাঁও ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
সজলের পরিবার ও সহপাঠীরা জানায়, সজল নানাখী মধ্যপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে পড়াশোনা করতো। পাবজি গেম খেলার জন্য কয়েকদিন ধরে সে নানা শাফি উদ্দিন মেম্বারের কাছে একটি স্মার্টফোন কিনে দিতে বায়না করে। ফোনটির দাম ২৫ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সজলকে বকাঝকা করে তার বাবা-মা। এতে অভিমানে নিজের কক্ষে ফ্যানের আংটার সঙ্গে ফাঁস দেয় সে।
জামপুর মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
ডেইলি বাংলাদেশ/এআর