রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫৬ সদস্য আটক
রাজশাহী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:০১ ১০ অক্টোবর ২০২০ আপডেট: ২১:৫৪ ১০ অক্টোবর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। শুক্রবার কিশোর গ্যাংয়ের ৫৬ সদস্যকে আটক করেছে আরএমপির ১২ থানা।
এরমধ্যে ৩২ জনের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মাদক সেবন, নারীদের উত্ত্যক্ত করাসহ ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারিও করছে। এসব ক্ষেত্রে অনেক সময় খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এছাড়া তারা অপরাধ করার পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং পরিকল্পনা করছে।
তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে আরএমপি। এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/এমআর