আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণ, কিশোর গ্যাংয়ের তিনজন আটক
আশুলিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:৪৭ ৭ অক্টোবর ২০২০ আপডেট: ১৬:৫১ ৭ অক্টোবর ২০২০

প্রতীকী ছবি
আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে কিশোর গ্যাংয়ের তিনজনকে আটক করেছে পুলিশ। রাতে তাদের ভাদাইল এলাকা থেকে আটক করা হয়।
গত ৩০শে আগস্ট আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় ছেলে বন্ধুসহ বেড়াতে যায় দুই কিশোরী। এসময় কিশোর গ্যাংয়ের ১২জন মিলে ওই দুই কিশোরীকে ধর্ষণ করে। এমনকি তারা এ ঘটনার ভিডিও ধারণ করে।
সম্প্রতি কিশোর গ্যাংয়ের দুই পক্ষের দ্বন্দ্বে ভিডিওটি স্থানীয়ভাবে ফাঁস হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এতে ঘটনার ৩৫ দিন পর কিশোর গ্যাংয়ের তিন সদস্য জাকির, ডায়মন্ড আলামিন ও রাকিবকে আটক করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএস