পুকুরের পাশে মিললো লম্বা অজগর
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১১:৪৫ ৫ অক্টোবর ২০২০

অজগর উদ্ধার
বরগুনার পাথরঘাটায় একটি অজগর উদ্ধার করেছে রুহিতা ভিটিআরটির সদস্যরা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউপির রুহিতা গ্রামের সাইকুল মাঝির বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপটি প্রায় ৩ ফুট ৭ ইঞ্চি লম্বা ও ১ কেজি ৪শ’ গ্রাম ওজনের।
ভিটিআরটির টিম লিডার মো. দুলাল হোসেন ও মো. ইব্রাহিম জানান, সাইকুল মাঝির বাড়ির পুকুরের পাশে ফেলে রাখা জালে আটকা পরে অজগরটি। তিনি তাৎক্ষণিক খবর দিলে আমরা এসে সাপটিকে উদ্ধার করি। বন বিভাগের টেংরা ভিট কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে তার কাছে হস্তান্তর করা হবে।
বন বিভাগের টেংরা ভিট কর্মকর্তা মো. সাইদুল হকের কাছে সোমবার সকাল ৯টার সময় তার মুঠোফোনে কল করা হলে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমি অবগত নয়।
ডেইলি বাংলাদেশ/আরএম