মুদি দোকানের ড্রয়ার খুলতেই বেরিয়ে এলো অজগরের বাচ্চা
সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২৩:১৬ ২৭ সেপ্টেম্বর ২০২০

অজগর সাপের বাচ্চাটি দেখতে উৎসুক জনতার ভিড়
সিলেট নগরীর একটি মুদি দোকানের পরিত্যক্ত ড্রয়ার থেকে অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নগরীর পীর মহল্লা বাজারের জাবেদ স্টোর নামক একটি দোকান থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
জাবেদ স্টোরের মালিক মোহাম্মদ রজব মিয়া বলেন, রাতে দোকানের একটি পরিত্যক্ত ড্রয়ার খুলতেই অজগর সাপের বাচ্চাটি মাথা বের করে। বিষয়টি আমি তাৎক্ষণিক স্থানীয় পাহাড়িকা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন চৌধুরীকে অবগত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে বস্তায় বন্দি করে রাখি। রোববার বন কর্মকর্তারা এসে সাপটি নিয়ে গেছেন।
সিলেট বন বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, দোকানটির পাশেই রয়েছে মালনীছড়া। এই ছড়া থেকে সাম্প্রতিক সময়ে আরো কয়েকটি অজগরের বাচ্চা উদ্ধার হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ