গাড়ির চাকায় অজগর, উদ্ধার কৌশলের ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:১৯ ২২ সেপ্টেম্বর ২০২০ আপডেট: ২০:২১ ২২ সেপ্টেম্বর ২০২০

গাড়ির চাকায় অজগর, উদ্ধার কৌশলের ভিডিও ভাইরাল
বিপদ কাউকে জানিয়ে আসে না বা কেউ অবগতও হয় না। তেমনি গাড়ির চাকায় পেঁচিয়ে গেল একটি অজগর। অজগরকে উদ্ধার করতে এলেন উদ্ধারকর্মীরা। পরে কৌশল অবলম্বন করে অজগরটিকে উদ্ধার করা হয়। আর সেই কৌশলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সোমবার ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে হামাগুড়ি দিয়ে গাড়ির চাকার নিচে পড়ে যায় অজগরটি। এতে দুর্ঘটনাবশত সাপটি চাকার সঙ্গে লেপ্টে যায়।
সংবাদ মাধ্যমের খবর, গাড়িকে হাইওয়ের পাশে পার্ক করে সাপ উদ্ধারকারী টিমকে দ্রুত খবর দেয় পুলিশ। উদ্ধারকারীরা তাদের কৌশলের অংশ হিসেবে গাড়িকে উপরের দিকে তুলে। পরে চাকা থেকে অজগরটিকে মুক্ত করা হয়।
এ পর্যবেক্ষণের দৃশ্য ধারণ করা ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন ভিরান বায়ানি নামক এক ব্যক্তি। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, মুম্বাইয়ের ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে একটি গাড়ির চাকায় আটকে পড়া ভারতীয় অজগরকে মুক্ত করেছে উদ্ধারকারীরা।
ডেইলি বাংলাদেশ/এমকেএ