কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২২:১৭ ১৯ সেপ্টেম্বর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রাইখালী ইউপিতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো- চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান, রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুল হকের ছেলে মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন >>> কাল থেকে হাটহাজারী মাদরাসা চালুর ঘোষণা
এদিকে রাইখালী ইউপির দুর্গম পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার। পরে স্থানীয় ডুবুরিরা চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। শিশুদের গতিবিধি লক্ষ্য করতে হবে প্রতি মুহূর্তেই। তাহলে এমন দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।
ডেইলি বাংলাদেশ/এমকে